আনোয়ারাচট্টগ্রাম

আনোয়ারায় ইউপি কার্যালয় থেকে জেলেদের চাল চুরি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডি ইউনিয়ন পরিষদের গোডাউনের তালা ভেঙ জেলেদের বরাদ্দের চাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট পর্যন্ত যেকোন সময়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন দাস। ৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপ বার্তায় বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানালেও ইউএনও বলছেন বিষয়টি তার জানা নেই।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলা জুঁইদণ্ডি ইউনিয়নের ১ হাজার ৬৩ জন জেলের জন্য ১ম দফায় ৪২ দিনের ৫৬ কেজি হারে ৫১৩ জনকে ২৮.৭২৮মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়। ২য় ধাপে ২৩ দিনের ৩০ কেজি হারে ৫১৩ জনকে দেওয়া হয় ১৫.৩৯০মে.টন চাল।

জুঁইদণ্ডি ইউনিয়ন পরিষদের সচিব লিটন দাস বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট দিবাগত রাতে পরিষদের গোডাউনের তালা ভেঙে জেলেদের জন্য রাখা চাল এবং কৃষকদের জন্য দেওয়া কৃষি অফিসের সার-বীজ চুরি হয়ে যায়। পরে ৭ আগষ্ট বিষয়টি ইউএনও স্যার এবং চেয়ারম্যানকে জানাই।

জুঁইদণ্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রীস বলেন, ৫ আগস্ট রাতে স্থানীয় বিএনপি সমর্থকরা এসে পরিষদে ভাঙচুর চালায় এবং ৬ আগষ্ট রাতে এসে জেলেদের জন্য বরাদ্দকৃত প্রায় ১৫-১৬ টন চাল নিয়ে যায়। আমি চিকিৎসার জন্য ছুটিতে থাকায় বিষয়টি হোয়াটসঅ্যাপে ইউএনও স্যারকে জানিয়েছি।

জুঁইদণ্ডি ইউনিয়নের জেলে আব্দুর রহমান বলেন, প্রথম ধাপে চাল দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় ধাপের চাল কয়েকজনকে দেওয়া হলেও পরিষদ থেকে বাকি চালগুলো চুরি হয়ে যাওয়ায় ২য় ধাপে আর চাল পাইনি।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন চাল চুরি হয়ে যাওয়ার বিষয়টি শুনিনি এবং আমাদের কেউ জানায়নি”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, এই ধরনের কোনো অভিযোগ পাইনি, আর প্রশাসনিক কর্মকর্তার তো অভিযোগ দেওয়ার সুযোগ নেই, অভিযোগ দিলে চেয়ারম্যান কিংবা প্যানেল চেয়ারম্যান দিবে। যদিও তিনি এ ধরনের কোনো অভিযোগ দিয়ে থাকলে সেটা আমার হাতে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *