চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৫০৪, মৃত্যু ৪
গত মে মাস থেকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশা নিধনে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার কার্যকারিতা না থাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে দাবি সংশ্লিষ্টদের। গত মে মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল মাত্র ১৭ জন। জুন মাসে তা বেড়ে হয়েছে ৪১ জন।
সর্বশেষ জুলাই মাসে তা প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯৮ জন। গত ১৯ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগী পাওয়া গেছে ১০৮ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, গতকাল পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫০৪। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ জন। এছাড়া, নগরীতে আক্রান্ত হয়েছেন ২৬১ জন এবং উপজেলাগুলোতে আক্রান্ত হয়েছেন ২৪৩ জন। এদিকে, গতকাল সোমবারও চট্টগ্রামে ৭ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন শিশু, দুইজন পুরুষ ও একজন মহিলা। সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে শহরের মানুষ কিছুটা সচেতন হলেও গ্রামাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা নেই বললেই চলে। এজন্য মশা দিবসকে কেন্দ্র করে কিছু সরকারের কিছু কার্যক্রম ও পরিকল্পনা হাতে নেওয়া উচিত।