চট্টগ্রাম

উল্টো পথে বাস, দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টো পথে আসা এস আলম বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন ৪ জন।

বুধবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান (০৯ নম্বর ওয়ার্ড) ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উল্টো পথ দিয়ে (রং সাইড) আসা দ্রুতগামী এস আলম পরিবহন (চট্টমেট্টো-ব ১১-১৫৯০) বাসটি সিএনজিকে সজোরে ধাক্কা মারে। এতে সাতকানিয়া এলাকার সিএনজি চালক ফয়েজ আহমেদসহ (৪০) ৪ জন আহত হন।

তাদের মধ্যে বাকি তিনজনই ছিলেন সিএনজির যাত্রী। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। বাসটি আনোয়ারা চাতরী চৌমুহনী থেকে চট্টগ্রাম শহরে এবং সিএনজি অটোরিকশাটি উপজেলার মইজ্জ্যারটেক থেকে চাতরী চৌমুহনী যাচ্ছিল বলে জানা গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *