দেশজুড়ে

পাসপোর্ট ভেরিফিকেশনে আর্থিক লেনদেন হতে বিরত থাকার অনুরোধ

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক সতর্কীকরণ নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেক পাসপোর্ট আবেদনকারী দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

সতর্কীকরণ নোটিশে আরও বলা হয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোনো অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০০০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *