চট্টগ্রাম

হাটহাজারীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

হাটহাজারীতে বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিয়াউর রহমান সাকিব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউসুফ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি স্থানীয় মো. জসিম উদ্দিনের পুত্র এবং পেশায় গাড়ি চালক।

জানা গেছে, ঘরে বন্যার পানি ঢুকে গেলে সাকিব আইপিএসের সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ফতেয়াবাদ ধোপারদীঘির পাড়ে পরিত্যক্ত একটি ভবন থেকে দৌলত শরীফ (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পূর্ব গড়দুয়ারা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। হাটহাজারী উপজেলা সদরে তিনি প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *