চট্টগ্রাম

বন্যার অজুহাতে পকেট কাটা বন্ধের আহ্বান ক্যাবের

দেশের বিভিন্ন জেলায় বন্যার প্রকোপে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব চট্টগ্রামের নেতৃবৃন্দ বলেন, “ব্যবসায়ীরা বন্যাকে পুঁজি করে অতিমুনাফা লাভের অপচেষ্টা করছে। নৌকা ভাড়া, পরিবহন খরচ, খাদ্য ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে তারা জনগণের পকেট কাটছে।”

তারা আরও বলেন, “করোনাকালেও একইভাবে অতি মুনাফা লাভের জন্য অপপ্রয়াস চালানো হয়েছিল। এখন আবার বন্যাকে অজুহাত দেখিয়ে একই চিত্র।”

ক্যাব চট্টগ্রাম ব্যবসায়ীদের প্রতি মানবিকতার পরিচয় দিতে এবং নৈতিক ব্যবসায়িক চর্চা করার আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, “সরকারের ছত্রছায়ায় মুনাফা অর্জন করলেও, সংকটকালে জনগণের পাশে দাঁড়ানোও ব্যবসায়ীদের দায়িত্ব।”

এছাড়াও ক্যাব সকল ব্যবসায়ী সংগঠন ও বিত্তবানদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে সই করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগ সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ ও ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *