জাতীয়

বন্যার্তদের সহায়তায় রেড ক্রিসেন্টকে ১ লাখ ডলার অনুদান দিল চীন

দেশের দক্ষিণাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন।

সোমবার (২৬ আগস্ট) রেডক্রস সোসাইটি অব চায়নার (আরসিএসসি) পক্ষ থেকে বিডিআরসিএসকে এ অনুদান দেয় ঢাকায় অবস্থিত চায়না দূতাবাস।

সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে বিডিআরসিএস’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীর কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় চায়না রেড ক্রস ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কবীর চৌধুরী বলেন, অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল আজ ভয়াবহ আকস্মিক বন্যায় আক্রান্ত। বন্যাকবলিত এলাকাগুলোর লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। রেড ক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবক দল মাঠ পর্যায়ে উদ্ধার, ভ্রাম্যমাণ মেডিকেল সার্ভিস প্রদান ও শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ খাবার পানি বিতরণের মধ্য দিয়ে দুর্গত মানুষকে সাহায্য করে আসছে। চায়না রেড ক্রস সোসাইটির এ অনুদান দেশের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বন্যায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে আমরা মর্মাহত। চায়না দূতাবাস ও চায়না রেড ক্রস অতীতেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে ছিল, ভবিষ্যতেও এ সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশ দ্রুত এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে রেড ক্রিসেন্টের চলমান ত্রাণ বিতরণের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন দূতাবাসের প্রতিনিধিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব কাজী শফিকুল আযম, ঢাকায় চায়না দূতাবাসের থার্ড সেক্রেটারি ঝু ইয়ং, কালচারাল কাউন্সিলার লি শাওপেং, সোসাইটির যুব স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ সোসাইটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *