বন্যার্তদের পাশে চবির ‘উত্তরণ’
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘উত্তরণ’। বোট নিয়ে উদ্ধারের পাশাপাশি তারা বন্যাকবলিত মানুষদের ত্রাণ সরবরাহ করছে।
সংগঠনটির দুইটি টিম বৃহস্পতিবার (২২ আগস্ট) নৌকা নিয়ে ফেনী ও ফটিকছড়িতে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম চালায়।
পরদিন শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা থেকে উত্তরণের আরেকটি টিম কুমিল্লার বুড়িচংয়ে উদ্ধার কাজ করে।
উদ্ধারের পাশাপাশি সংগ্রহ করা ত্রাণ বিতরণ করে তারা।
উত্তরণের এসব কার্যক্রম পরিচালনা করছেন সংগঠনটির সভাপতি জাহিদ হাসান। তিনি বলেন, আমাদের ইচ্ছে ছিল ত্রাণ সংগ্রহ করে পানি কমলে সেসব সরবরাহ করা৷ কিন্তু চারিদিকে বোট নিয়ে যাওয়ার আহ্বান শুনে আমাদের সদস্যরা বসে থাকতে পারেনি। তারা ছুটে গেছে। তারা বলছে ত্রাণ পরেও দেওয়া যাবে, কিন্তু এখন যদি একজন মানুষকেও বাঁচানো যায়, সেটাই বড় প্রাপ্তি।
যাঁরা আর্থিক সহায়তা দিয়েছেন তাদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উত্তরণের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করার মাধ্যমে উত্তরণের যাত্রা। এরপর রক্তদাতা জোগাড়, টিউশন সেবা, বিনামূল্যে আইটি ট্রেনিং, শিক্ষাবৃত্তিসহ সামাজিক কাজ করছে সংগঠনটি। এ পর্যন্ত প্রায় ২ হাজার অসচ্ছল শিক্ষার্থীকে সেবার আওতায় এনেছে ‘উত্তরণ’।