জাতীয়

বদলে যাচ্ছে স্থাপনার নাম

আগামীতে রাষ্ট্রীয় খরচে সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনায় যত্রতত্র নামকরণ করা যাবে না। এ ধরনের কঠিন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি খরচে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণে আইনি কাঠামোর জন্য চার সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্মতি মিললে গঠিত কমিটি নীতিমালা প্রণয়নে কাজ শুরু করবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যেই এ সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

সূত্রগুলো জানায়, এ কমিটির আহ্বায়ক হিসেবে থাকছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এতে সদস্য হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মন্ত্রিপরিষদ বিভাগ ওই উপদেষ্টা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *