সীতাকুণ্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফারজানা আক্তার (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার দাবি করলেও ফারজানার পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের বড় বোন পারুল আক্তার জানান, ফারজানা আত্মহত্যা করেনি। তার শরীরের বেশিরভাগ অংশ মাটির সাথে লেগে ছিল, যা আত্মহত্যার ক্ষেত্রে স্বাভাবিক। ফারজানা তার পরিবারকে ফোন করে জানিয়েছিল যে, তার স্বামী, দেবর, ভাসুর এবং তাদের স্ত্রীরা তাকে নির্যাতন করছে।
ফারজানার বাবা বলেন, আমার মেয়ে যদি ফাঁস খেতো, তাহলে পা দুটো কেন মাটিতে লাগানো? তারা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
ফারজানার স্বামী ও ভাসুর পারিবারিক কলহের কথা স্বীকার করেছেন। তবে তারা দাবি করছেন, ফারজানা আত্মহত্যা করেছে।
সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ সিদ্দিকী জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।