দেশজুড়ে

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত দশটায় প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। রাত দুইটার পর আরো দুজনের মরদেহ উদ্ধার করে। মোট চারজন নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার হয়।

এর আগে গত রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নদীর দুর্গম চর মাঝারদিয়াড় এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ চারজনই শ্রমিক।

সোমবার দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তিরা হলেন চর মাঝারদিয়াড়ের মো. রাজু, সবুজ, মোহাম্মদ আলী এবং ফারুক। এদের মধ্যে রাজু ও সবুজ চাচাতো ভাই। মোহাম্মদ আলী রাজুর দুলাভাই। আর ফারুক তাদের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, রোববার চরের জমিতে কাজ করে সন্ধ্যায় একটি নৌকায় ১৬ জন ফিরছিলেন। এ সময় নৌকাটি ডুবে গেলে ১২ জন সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে চারজন নিখোঁজ হন। এর পরপরই উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয়রা। সোমবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদী উত্তাল থাকায় বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ করেন তারা।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে তীব্র স্রোত থাকায় নৌকটি ডুবে যায়। পরে অভিযান চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *