ধর্ম

বার্ধক্যের কারণে নফল নামাজ বসে পড়ার বিধান

প্রশ্ন: আমার বড় চাচা বার্ধক্যে উপনীত হয়েছেন দীর্ঘদিন ধরে। বার্ধক্যের কারণে তিনি নফল নামাজের ক্ষেত্রে প্রায়ই এমন করেন যে, কখনো দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন, কিন্তু বাকি অংশ বসে আদায় করেন।

আবার কখনো বসে শুরু করেন; কিন্তু পরে দাঁড়িয়ে বাকিটা আদায় করেন। এভাবে নফল নামাজ পড়া জায়েজ আছে সঠিক জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর: এভাবে নফল পড়তে অসুবিধা নেই। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত তিনি কখনো তাকে ‘সালাতুল লাইল’ বা রাতের নফল নামাজ বসে আদায় করতে দেখেননি।

বার্ধক্যে পৌঁছার পর তিনি (নফল নামাজে) বসে কেরাত পাঠ করতেন, আর রুকুতে যাওয়ার সময় হলে দাঁড়িয়ে যেতেন। এবং ত্রিশ বা চল্লিশ আয়াত তেলাওয়াত করে রুকুতে যেতেন। (বুখারি, হাদিস ১১১৮; মুসলিম, হাদিস ৭৩১)

স্মর্তব্য যে, বিনা ওজরে (কারণ ছাড়া) বসে নফল নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ আদায়ের অর্ধেক সওয়াব লাভ হয়। তবে বার্ধক্যের কারণে অথবা দুর্বলতা-অসুস্থতার কারণে বসে পড়লে, তখন পূর্ণ সওয়াব পাওয়া যাবে।

সূত্র আদ্দুররুল মুখতার ২৩৬; আলমাবসুত, সারাখসি ১২০৮; খুলাসাতুল ফাতাওয়া ১১৯১; আত-তাজনিস ওয়াল মাজিদ ২৯৬)

প্রশ্নটি করেছেন কামরুল হুদা, বেগমগঞ্জ, নোয়াখালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *