রাজনীতি

নির্বাচনের আগমুহূর্তে কর্মসূচি নিয়ে মাঠে নামছে হেফাজত, শুক্রবার ঢাকায় সমাবেশ

জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সব নেতার মুক্তি, নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী বাতিলের দাবিতে রাজপথে নামার পরিকল্পনা করছে সংগঠনটি।

এরই অংশ হিসেবে আগামীকাল শুক্রবার আসরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজত। সমাবেশ থেকে কারাবন্দি নেতাদের মুক্তি দিতে সরকারকে আল্টিমেটাম বেধে দেওয়ার পাশাপাশি আরও কঠোর কর্মসূচি আসতে পারে। নির্বাচনের আগেই মামুনুল হকসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবি আদায় করে নিতে চান নেতারা।

চট্টগ্রামের নেতাকর্মীরা ঢাকার সমাবেশে নিজেদের মতো করে যোগ দেবেন বলে জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *