চট্টগ্রামরাজনীতি

হাটহাজারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর

হাটহাজারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার এগারো মাইলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের অনুসারী এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিজান জানান, বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মীর হেলালের অনুসারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার অভিযোগ, হামলাকারীরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত।

অপরদিকে, মীর হেলালের অনুসারী পৌরসভা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু দুষ্কৃতিকারী বিএনপির ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগের সঙ্গে নিয়ে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করছে। তারা এমন একটি অনুষ্ঠানে বাধা দিতে গেলে হামলার শিকার হন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *