চট্টগ্রাম

শ্রমিক মারধর: চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ

চাঁদাবাজির প্রতিবাদ করায় শ্রমিককে মারধরের প্রতিবাদে পূর্বঘোষণা ছাড়াই চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কক্সবাজার থেকেও চট্টগ্রামে ছেড়ে আসেনি কোনো বাস। ফলে, চড়ম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি।

পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল (শনিবার) রাতে ঈগল পরিবহনের চালককে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী কসাই পাড়া এলাকায় মারধরের ঘটনা ঘটে। আর এর প্রতিবাদেই যান চলাচল বন্ধ রেখেছেন তারা।

আরেকটি সূত্র জানিয়েছে, শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে ওই বাস চালককে মারধর করা হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়।

এদিকে, দক্ষিণ চট্টগ্রামগামী যাত্রীরা বিপাকে পড়েছেন গাড়ি চলাচল না করায়। সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউবা তিন চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে। গুনছেন বাড়তি ভাড়া।

মহিউদ্দিন বাবলু নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন ব্রিজ কাউন্টারে বসে আছি সকাল আটটা থেকে। এখন সাড়ে ১১টা বাজে। কি এক দুর্ভোগে পড়েছি। এভাবে পূর্বঘোষণা ছাড়া গাড়ি বন্ধ রাখার মানে কি?

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সমন্বয়ক বলেন, ‘সেক্রেটারি মুসা নির্বাচন ছাড়াই গত ১৭ বছর আমাদের রক্ত চুষে খেয়েছে। এখন সে অবৈধভাবে চাঁদাবাজি করতে চাচ্ছে। আমরা আর সেটা হতে দিব না। তাদের নির্যাতনে গত ১৭ বছরে এ পর্যন্ত ৮ হাজার শ্রমিক এ পেশা ছেড়ে চলে গেছে। আমরা এ স্বৈরাচার আর চাই না।’

শ্রমিকদের দাবি, অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে প্রকৃত শ্রমিকদের ওপর হামলা করেছে। তাদের এক সিনিয়র ড্রাইভার ভাইকে মেরেছে। সেই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছেন শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *