চট্টগ্রাম

চাঁদাবাজির অভিযোগে আটক যুবদল নেতাকে ছেড়ে দিল পুলিশ

চট্টগ্রামে আমদানি করা লোহার স্ক্র্যাপ বহনকারী ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরীকে শনিবার দুপুরে সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করে। পরে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

হালিশহর থানার ওয়াপদা মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের কোম্পানির একটি ট্রাক লোহার স্ক্র্যাপ নিয়ে যাওয়ার সময় কিছু পথশিশু ট্রাক থেকে স্ক্র্যাপ ফেলছিল। এ সময় ট্রাকচালক গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে সেখানে আসেন ফজলুল করিম চৌধুরী। তিনি ট্রাকচালককে চাপ দেন আবুল খায়েরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে। এ নিয়ে পুলিশ ও ফজলুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

হালিশহর থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম জানান, অভিযোগকারীদের কোনো অভিযোগ না থাকায় ফজলুলকে ছেড়ে দেওয়া হয়েছে। ফজলুল করিম চৌধুরী বলেন, পথশিশুদের স্ক্র্যাপ ফেলতে দেখে তিনি বাধা দিয়েছিলেন। এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *