চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে গাউছিয়া কমিটির ‘নবী বন্দনা ও ইসলামী সংগীত সন্ধ্যা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাউছিয়া কমিটি ‘নবী বন্দনা ও ইসলামী সংগীত সন্ধ্যা’র আয়োজন করেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলে অনুষ্ঠানটি। হাজারো শিক্ষার্থী এতে অংশ নেন।

এ প্রসঙ্গে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুজিবুর রহমান বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত মনোমুগ্ধের মত এই আয়োজন উপভোগ করেছি। এমন চমৎকার আয়োজন ক্যাম্পাসে কখনো দেখিনি। তবে কয়েকদিন আগেও কাওয়ালী সন্ধা হয়েছে। সেখানেও শিক্ষার্থীর ঢল নেমেছিল।’

ইসলামি সংস্কৃতিকে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে এমন আয়োজনের কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরিফ রাব্বানী ঈসা বলেন, ‘ক্যাম্পাসে এতদিন অপসংস্কৃতির চর্চা হয়ে আসছিল। এখন ক্যাম্পাসে আমরা মন খুলে ইসলামী সংস্কৃতির চর্চা করতে পারছি।’

হাটহাজারী থেকে আসা একজন কলেজশিক্ষার্থী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার জন্য একটা আবেগের জায়গা। প্রতিসপ্তাহে এখানে ঘুরতে আসি। তবে আজকে এসেছি ইসলামী সংগীত সন্ধ্যা দেখার জন্য। আমি খুবই আনন্দিত এই অনুষ্ঠানে এসে।’

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নাবীর (দ.) মাস মাহে রবিউল আওয়াল। রাসুলের (দ.) শানে এবং আমাদের ছাত্র- জনতার অভ্যুত্থানে শহীদ ভাইদের স্মরণে এই আয়োজন করেছি। আমরা চাই অপসংস্কৃতির চর্চা থেকে বেরিয়ে এসে যেন শিক্ষার্থীরা ইসলামী সংগীত চর্চায় অভ্যস্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *