জাতীয়

সীমান্তবর্তী এলাকার তরুণদের কাপ্তাই বিজিবির কারিগরি প্রশিক্ষণ

কাপ্তাই ব্যাটালিয়নের ৪১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) উদ্যোগে ও পানকাটা বিওপির ব্যবস্থাপনায় পার্বত্য রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকার বেকার তরুণদের ৪ সপ্তাহব্যাপী এক কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ১৮ আগস্ট থেকে (জেনারেটর প্রস্তুতি ও বৈদ্যুতিক ওয়েল্ডিং) এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, ‘বিজিবি হবে সীমান্তে নির্ভরতার প্রতীক’ এই মূলমন্ত্রকে সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক চার সপ্তাহের প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সীমান্তে বসবাসরত সকল সম্প্রদায়ের তরুণ ও যুব সমাজকে কর্মমুখী করে দেশীয় অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনা তৈরির করাই ছিল এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিয়মিত অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম রাখা এবং বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে অধিকতর সাফল্য বয়ে আনতে তিনি সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বিজয় চাকমা এবং স্থানীয় জনসাধারণের মধ্যে ইউপি সদস্য লক্ষীলাল চাকমা বক্তব্য রাখেন।

শেষে প্রধান অতিথি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া শিক্ষার্থীদেরকে বিষয়োক্ত প্রশিক্ষণের সনদপত্র ও কাজের জন্য বিভিন্ন টুলস সামগ্রী প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *