লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতি চলাকালীন অবস্থায় স্থানীয়দের সহায়তায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি অচল ভাঙা এয়ারগান, একটি রাম দা এবং একটি ছোরা উদ্ধার করা হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের মাহামুদুল করিম প্রকাশ মুকিত (২০), সন্দ্বীপের ইয়াসিন আরাফাত (২০) এবং পটিয়ার খায়রুল ইসলাম (২২)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জঙ্গল পদুয়াসহ আশপাশের এলাকায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।