কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত, প্রশাসনের উদাসীনতার অভিযোগ
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ ছৈয়দ প্রকাশ লুতু মিয়া (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর (১ নম্বর ওয়ার্ড) সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দেয়াং পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির ভয়ে সন্ধ্যার আগেই এলাকাবাসী ঘরে ঢুকে পড়েন। এরই মধ্যে পাশের বাড়িতে কাজে যাওয়ার সময় হঠাৎ বন্যহাতির সামনে পড়েন মোহাম্মদ ছৈয়দ। ভয়ে ছুটতে গেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি অভিযোগ করেন, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন ও বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।