জাতীয়

বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগে দশম গ্রেড দেওয়ার নির্দেশ

দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের শিক্ষানবিশকাল শেষে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ১০ গ্রেড দিতে নির্দেশ দিয়েছে সরকার।

রবিবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পত্র দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সচিবের কাছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা পত্রে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের শিক্ষানবিশকাল শেষে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগের ন্যূনতম মজুরি জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডের বেতন-ভাতাদির সমপরিমাণ নির্ধারণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক দাবি উত্থাপন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *