অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে
অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পবকে (Clinton Pobke)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
এ সময় ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) আনা পিটারসনও উপস্থিত ছিলেন।
চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, বর্তমানে পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষিতে জলবদ্ধতা, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, ভূমিধস আমাদের জন্য বড় চ্যালেঞ্জ৷ চট্টগ্রাম সিটি করপোরেশন নাগরিক সেবার জন্য ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করছে।
অস্ট্রেলিয়া এ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াতে পারে। এ ছাড়া, নদী-সমুদ্র-পাহাড়বেষ্টিত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন সম্ভাবনার বিকাশে অস্ট্রেলিয়া বিনিয়োগ করতে পারে।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী শাহিন-উল-ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।