আনোয়ারাচট্টগ্রাম

আনোয়ারায় হাতির আক্রমণে নারীসহ ২ জনের মৃত্যু

আনোয়ারায় বন্যহাতির আক্রমণে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের শাহ আহম্মদ বাড়ির আবুল কাশেম ওরফে মো. দুলাল ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোশাল তালুকদারের বাড়ির মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)।

বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, রাত ৯টার দিকে কয়েকটি বন্য হাতি গুয়াপঞ্চক এলাকায় নেমে পড়ে।

হাতিগুলো চলাচলের রাস্তা না পেয়ে আক্রমণাত্মক হয়ে লোকজনকে তাড়া করে। ওই সময় একটি হাতি আশ্রয়ণ প্রকল্পের বসবাস করা এক কৃষককে আক্রমণ করে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বাংলানিউজ জানান, ৩টি হাতি পাহাড় থেকে নেমে এসেছিল। এর মধ্যে ২টি হাতিকে স্থানীয়রা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হাতি আসার খবরে স্থানীয় উৎসুক জনতা তাদের দেখতে ঘর থেকে বেরিয়ে আসলে পেছন থেকে একটি হাতি এসে আক্রমণ করে। এতে রেহেনা নামে এক নারীর মৃত্যু হয়। এছাড়াও আরও দুই জন গুরুতর আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *