প্রধানমন্ত্রীর আশ্বাসে ভোটের মাঠে ইসলামী ফ্রন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আশ্বাসে ইসলামী ফ্রন্ট ভোটের মাঠে নেমেছে বলেও মন্তব্য দলটির চেয়ারম্যান এম এ মতিন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-১২ (পটিয়া) থেকে প্রার্থী হয়েছেন তিনি। এবারের নির্বাচনে ওই দুটি আসন ছাড়াও আরো চার আসনে জয়ের আশা রয়েছে দলটির। করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে শুধু আওয়ামী লীগকে মনে করছি। বাকি অন্য দলগুলো আমাদের সঙ্গে পেরে উঠবে না। এছাড়া, যদি বিএনপি নির্বাচনে আসতো; তাহলে একটা বিষয় হতো। তারা যদি থাকতো; তাহলে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করতাম। যেহেতু বিএনপি আসেনি; সেহেতু আওয়ামী লীগের পরই আমরাই বড় শক্তি।’
পটিয়ায় প্রার্থিতা হারানো প্রসঙ্গে এম এ মতিন বলেন, ‘একটি অপ্রত্যাশিত ভুলের কারণে পটিয়া আসনে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আপিল করা হয়েছে। সেটার শুনানি আগামী ১২ ডিসেম্বর। আশা করি প্রার্থিতা ফিরে পাবো।’
ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন আরও বলেন, ‘গতবারে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) সারাদেশে আমরা ২৬ জন প্রার্থী দিয়েছিলাম। তবে এবার (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) সেই সংখ্যা বেড়েছে। সারাদেশে আমরা ৩৯ জন প্রার্থী দিয়েছি। এছাড়া দলের চট্টগ্রামে প্রার্থী রয়েছেন ১২ জন।’
সুষ্ঠু ভোট হলে সারাদেশে ৬টি আসনে ইসলামী ফ্রন্ট জিতবে বলেও দাবি করেন এম এ মতিন। তিনি জানান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) এবং কক্সবাজার-১, ব্রাহ্মণবাড়িয়া-১ ও লালমনিরহাট-১ আসনে ইসলামী ফ্রন্টের অবস্থান খুবই ভালো । ‘এ ছয়টি আসনে আমরা বিপুল ভোটে জয়ী হবো।’- যোগ করেন এম এ মতিন।