চট্টগ্রাম

পাহাড়তলী বাজারে পেঁয়াজ নেই লেখা আড়তে ৩৬ বস্তা!

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী বাজারের একটি আড়তে লেখা ‘পেঁয়াজ নেই’। সেই আড়তেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি টিম পেয়েছে ৩৬ বস্তা।

প্রতি বস্তায় ৪৭-৫০ কেজি পেঁয়াজ ছিল। বিষয়টি জানান অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ।

তিনি বলেন, উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পাহাড়তলী বাজারের দুইটি আড়তে অভিযান চালানো হয়েছে। ১৮০-১৯০ টাকায় পেঁয়াজ বিক্রি করায় মেসার্স বাছামিয়া সওদাগর ও মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ আড়তগুলো পেঁয়াজ কেনার রশিদ দেখাতে পারেনি। তারা বলছে, কমিশন এজেন্ট হিসেবে বেপারীর নির্ধারিত দামে তারা পেঁয়াজ বিক্রি করে কেজি প্রতি কমিশন নেন।

এদিকে অপর অভিযানে টিসিবির সয়াবিন তেল খোলাবাজারে বিক্রি এবং অননুমোদিত রং বিক্রির দায়ে আমিন কলোনির সৈয়দ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এর আগে শনিবার পেঁয়াজের বাজার তদারকি অভিযানে চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোরকে ৩০ হাজার, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, খাতুনগঞ্জের বরকত ভাণ্ডারকে ২০ হাজার, এ এইস ট্রেডার্সকে ১০ হাজার, এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *