চট্টগ্রাম

চট্টগ্রামের ৪২ সেরা করদাতা পাচ্ছেন সম্মাননা

২০২২-২৩ করবর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে চার ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা জানানো হবে মঙ্গলবার (১২ ডিসেম্বর)।

আগ্রাবাদের ওয়ার্ল্ড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হবে তাঁদের হাতে।

কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।

উপ কর কমিশনার মো. নাজমুল আহসান বলেন, অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *