রাউজানে রাবার বাগানে মিলল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ
চট্টগ্রামের রাউজানে রাবার বাগান থেকে মো. হাসান চৌধুরী (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসান চৌধুরী কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলম বাড়ির মৃত আবুল খায়ের চৌধুরীর ছেলে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সুলতান আউলিয়া মাজারস্থ রাবার বাগান একাশি একর নামক স্থানের গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে রাবার বাগানের এক কর্মচারী প্রতিদিনের মতো রাবারের কস সংগ্রহ করতে গেলে সেখানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গতকাল সোমবার থেকে তিনি নিখোঁজ রয়েছে বলে জানান তার স্বজনরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটা আত্মহত্যা। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।