চট্টগ্রাম

পানছড়িতে মাশরুম চাষে স্বাবলম্বী দুই শিক্ষার্থী

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পড়ালেখার পাশাপাশি মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী বর্ষণ চাকমা ও নার্সি চাকমা।

বর্ষণ চাকমা উপজেলার বাবুড়া পাড়া এলাকার রুপায়ন চাকমা এবং নার্সি একই এলাকার বাবু চাকমার সন্তান। বর্ষণ খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল কলেজ ও নার্সি পানছড়ি সরকারি ডিগ্রী কলেজে অনার্সের শিক্ষার্থী।

জানা যায়, পড়ালেখার পাশাপাশি নিজ বাড়িতে ঘরের মাঝে তারা সাজিয়েছে মাশরুম। বাঁশের মাঝে সারি সারি ঝুলে থাকা মাশরুমের প্যাকেটগুলো দেখতেও বেশ চমৎকার। নার্সি বিগত তিন বছর ধরেই চাষ করে আসছে। দুই হাজার টাকা পুঁজি দিয়ে মাশরুম চাষ করে বর্তমানে সে নিজেই স্বাবলম্বী। পাশাপাশি চলছে নিজের পড়ালেখার খরচ। বর্তমানে তার ১৫০টি প্যাকেট আছে বলে জানায়।

বর্ষণ চাকমার রয়েছে ৭০টি প্যাকেট। খড় সিদ্ধ করে শুকিয়ে জীবানুমুক্ত করে রাঙামাটি থেকে বীজ এনে নিজেই প্যাকিটেং করে সে। বর্তমানে প্রতিটি প্যাকেট থেকেই মাশরুম বের হচ্ছে। লাভবান হওয়ার ব্যাপারে সে আশাবাদী। তবে কোন ধরণের প্রশিক্ষণ ছাড়াই তারা মাশরুম চাষ শুরু করে সফলতা পেতে শুরু করেছেন। দু’জনের স্বপ্ন কৃষি অফিস তাদের পাশে থাকলে ভবিষ্যতে তারা সফল উদ্যেক্তা হবেন।

এলাকার দায়িত্বে থাকা উপ-সহাকারী কৃষি কর্মকর্তা নিমাই দেবনাথ তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা দেয়ার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *