বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান ও প্রদীপ প্রজ্বালন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় অস্থায়ী শহীদ মিনার চত্বরে জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে স্মরণানুষ্ঠান ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডীন কমিটির সাবেক আহবায়ক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চবির সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল।
বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা সহ সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য আবদুল মালেক খান, সাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, জসীম উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, পংকজ রায়,ডা. ফজলুল হক সিদ্দিকী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আলম, কামাল উদ্দিন,রাজীব চন্দ, ফারজানা মিলা, কোহিনুর আকতার, আবদুর রহীম, ইসমাঈল হোসেন শুভ, খোরশেদ আলম, মফিজুর রহমান, নয়ন মজুমদার, শিরিন আকতার বিপাশা, ইমাম শাকিব প্রমূখ।