চট্টগ্রামরাজনীতি

আ.লীগের স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে শেষ পর্যন্ত মাঠে রয়ে গেলেন ‘আওয়ামী লীগের শক্তিশালী’ স্বতন্ত্র প্রার্থীরা। সব মিলিয়ে ভোটের মাঠে লড়ছেন মোট ১২০ প্রার্থী। এদের মধ্যে অনেকে ‘অপ্রত্যাশিত ভুলের’ কারণে প্রথমে প্রার্থিতা হারালেও পরে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে ফিরে পান। অন্যবারের তুলনায় চট্টগ্রামের বেশকিছু আসনে লড়ছেন ‘শক্তিশালী’ স্বতন্ত্র প্রার্থী। তাই এসব আসনে আভাস মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনের মাঠে টিকে থাকা সব প্রার্থীর প্রতীক বরাদ্দ হবে। এর এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে নির্বাচনী প্রচারণা।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামীসহ কিছু দল আসেনি। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টিসহ নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, এবার চট্টগ্রামে ভোটের মাঠে থাকবেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৭ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৮ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৮ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৬ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৭ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৫ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৬ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১০ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ৭ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে ৯ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৭ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৮ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৭ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৮ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৭ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১০ জন।

সূত্র আরও জানায়, শেষ দিনে রবিবার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহার করেন ৯ জন। তারা হলেন— চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইসলামী ফ্রন্টের এম এ মতিন এবং বিকল্পধারার মজহারুল হক শাহ, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগের এম এ সালাম ও কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জাসদের জসিম উদ্দিন হায়দার এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাসদের কামাল মোস্তফা চৌধুরী ও স্বতন্ত্র এমরানুল হক। ওই ৯ জনের মধ্যে জাতীয় পার্টির সঙ্গে দলের আসন সমঝোতায় ‘বলি’ হয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের নৌকা প্রার্থী এম এ সালাম এবং চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *