প্রতীক পেয়ে বঙ্গবন্ধুর সমাধিতে সাকিব
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রতীক পাওয়ার পরেই ছুটে গিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।
সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে শ্রদ্ধা জানান সাকিব আল হাসান। সে সময় পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, রাজনীতি ও ক্রিকেট মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চাই। আপাতত নির্বাচনী কাজ করব এবং বিজয়ী হলে কীভাবে এলাকার উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা করছি।
রাজনীতিতে নতুন তার সমালোচকদের এমন মন্তব্যকে তিনি উড়িয়ে না দিয়ে বলেন, রাজনীতি আর খেলার মাঠে সমান তালে কাজ করব।
তিনি বলেন, ‘নতুন আসলেও রাজনীতির মাঠে ভালো করার চেষ্টা করবো।’
সাকিব বলেন, জয়ী হতে পারলে মাগুরাকে নিয়ে অনেক পরিকল্পনা আছে। তা বাস্তবায়ন করবো।
সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে মাগুরা-১ আসনের প্রার্থী সাকিবকে তার নৌকা প্রতীক বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।