জাতীয়

মাদারীপুর-৩ আসনে প্রচারণায় অংশ নেবেন শেখ হাসিনা

মাদারীপুর: নির্বাচনী প্রচার-প্রচারণা গতিশীল করতে মাদারীপুর-৩ আসনে নৌকার পক্ষে ভোট চাইতে মাদারীপুরের কালকিনিতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাদারীপুরে দলীয় প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

ড. আবদুস সোবহান মিয়া গোলাপ মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি বলেন, ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন তিনি কালকিনিতে জনসভা করবেন। এখনো জনসভার তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভবত চলতি ডিসেম্বর মাসের শেষে দিকে হতে পারে। প্রধানমন্ত্রী আসবেন, তিনি আমাকে বলেছেন। এখানে জনসভায় অংশও নেবেন তিনি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুর-ই আলম চৌধুরী পেয়েছেন নৌকার প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিক লড়বেন লাঙ্গল প্রতীক নিয়ে। আর বাংলাদেশ তরিকত ফেডারেশন তোফাজ্জেল হাসেন খানের প্রতীক ফুলের মালা।

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রতীক পেয়েছেন ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম পেয়েছেন ঈগল প্রতীক, জাতীয় পার্টি মো. আব্দুল খালেক পেয়েছেন লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রবীণ হালদারের মার্কা সোনালি আঁশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতীকে লড়বেন নিতাই চক্রবর্তী ও কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাসের মার্কা গামছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *