চট্টগ্রামের আরও চার প্রকল্প উদ্বোধন আগামীকাল
কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর এবার চট্টগ্রামে আরও চারটি প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
যে প্রকল্পগুলো উদ্বোধন করা হবে সেগুলো হলোঃ- নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি), বাকলিয়া এক্সেস রোড এবং ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড প্রকল্প।
বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘মঙ্গলবার প্রধানমন্ত্রী বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করবেন। এজন্য বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই দিন বন্দরের অন্যতম প্রকল্প বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের মাস্টারপ্ল্যানেরও মোড়ক উম্মোচন করবেন প্রধানমন্ত্রী।’
এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘’চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী-সিডিএ এক্সপ্রেসওয়ে’ মঙ্গলবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের ইতোমধ্যে ৮৮ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। পতেঙ্গা থেকে টাইগারপাস পর্যন্ত অংশের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ ছাড়া সিডিএর আরও দুটি প্রকল্প (বাকলিয়া এক্সেস রোড ও ডিটি-বায়েজিদ সংযোগ সড়ক) ওই দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’
পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের নির্মাণকাজ শেষ হয়েছে দেড় বছর আগে। অপারেটর নিয়োগ না হওয়ায় এখনও সেটি চালু করা যায়নি। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর খুব শিগগির এটি চালু করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।