জাতীয়

কারো কারো প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি আনিছুর রহমান

নির্বাচন কমিশনের কাছে কেউ হেভিওয়েটের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, কারো কারো প্রার্থিতা বাতিল হতে পারে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন ইসি।

নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে বলেছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি এবং করে যাব।

দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে ইসি আনিছুর রহমান বলেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। নির্বাচন কর্মকর্তারাও এর বাইরে নন। কোনো রকম দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে ক্ষেত্র বিশেষে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা আইনি পদক্ষেপ নেবো, দরকার হলে বদলিও করা হবে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মারা যাওয়ার ঘটনায় তথ্য চাওয়া হচ্ছে জানিয়ে ইসি আনিছুর জানান, কখনওই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। আমরা নিরপেক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করবো।

এ সময় কারো কারো প্রার্থিতা বাতিল হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *