অবরোধ প্রত্যাখ্যান করে চান্দগাঁও থানা ছাত্রলীগের মিছিল
সারাদেশে বিএনপির ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে চট্টগ্রামে চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ ও সাধারন সম্পাদক শহিদুল আলম শহিদের নেতৃত্ব মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৩ নভেম্বর) পুরাতন চান্দগাঁও থেকে শুরু করে ছাত্রলীগের মিছিলটি বাস টারমিনাল ঘুরে বদ্দারহাট মোড়ে এসে শেষ হয়।
এসময় চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন নবী সাহেদ বলেন, বিএনপির জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনীতি প্রত্যাখান করেছে জনগন। আমরা অবরোধের প্রতিবাদ জানাই। ছাত্রলীগ অতীতের মতো মাঠে থাকবে।
মিছিলে আরও অংশ নেন ছাত্রলীগ নেতা মো. পিপলু, রায়হান আরফাত, মো.মুরাদ হোসেন, মো. আজাদ হোসেন, তৌহিদ সম্রাট, রুবায়েদ, নঈম উদ্দীন হাসান বিজয়, মোবারক মোক্তাদির, মিজানুর রহমান, মিনহাজ, হাবিব, রোমান, জয়, সাইমন, মারুফ রাসিপ, ৫নং ওর্য়াড ছাত্রলীগের যুগ্ন -আহবায়ক মিনহাজ উদ্দিন জুমন, মামুনুর রশীদ মামুন, মাহি ফয়সাল, কাজী তফসীর, জয় চক্রবতী, এমরানসহ প্রমুখ নেতৃবৃন্দ।