অবরোধকারীদের দেওয়া আগুনে পুড়ল পিকআপভ্যান
মাগুরা: বিএনপির ডাকা অবরোধের মধ্যে মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা। সদর উপজেলা কছুন্দি ইউনিয়নে কেষ্টপুর ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি রাসেল বলেন, সদর উপজেলার কেষ্টপুর এলাকায় নারিকেলের শলা বোঝাই একটি পিকআপভ্যানের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পরে রাতের আধারে দুর্বৃত্তরা এসে পিকআপভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়া ভিটা সারই, ভায়না এলাকাসহ আরও কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা কর হচ্ছে।
পিকআপভ্যান চালক রুবেল আহমেদ বলেন, শালিখা উপজেলা আড়পাড়া এলাকা থেকে নারিকেলের ঝাড়ের শলা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথেমধ্যে কেষ্টপুর এলাকায় পৌঁছলে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। পরে চাকা মেরামতের জন্য মাগুরা শহরে এলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, পিকআপভ্যানটির পেছনের অংশ আগুনে পড়ে যায়। এছাড়া গাড়ির মাঝামাঝি অংশও পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।