অবহেলায় অ্যাপেন্ডিসাইটিস ফেটে ইনফেকশনে মৃত্যুর ঝুঁকি
চট্টগ্রাম মেডিকেল ওয়ার্ড সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ জন অ্যাপেন্ডিসাইটিস রোগ নিয়ে ওয়ার্ডে ভর্তি হচ্ছে। তবে এদের মধ্যে প্রায় ৬ থেকে ৭ জনের অ্যাপেন্ডিসাইটিস থেকে পেরিটোনাইটিরস জটিলতা দেখা দেয়।
চট্টগ্রাম মেডিকেলের ২৫ ও ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে বেশকিছু অ্যাপেন্ডিসাইটিস রোগীর অপারেশন পরবর্তী জটিলতা পাওয়া গেছে। এসব রোগী শুরুতে বিষয়টি গুরুত্ব দেননি। বেশিরভাগই পেটের ব্যথা উঠলে দোকান থেকে ব্যথার ওষুধ কিনে খেয়েছেন। এসব রোগীর অ্যাপেন্ডিসাইটিস ফেটে গিয়ে পেরিটোনাইটিস অ্যাপেন্ডিসাইটিসে পরিণত হয়েছে।
পেরিটোনাইটিসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেটে একটানা তীব্র ব্যথা হতে থাকা, বমি বমি ভাব অথবা বমি হওয়া, জ্বর আসা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস-প্রশ্বাস, পেট ফুলে যাওয়া।
চট্টগ্রাম মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘অ্যাপেন্ডিসাইটিস রোগী আগেও ছিল, এখনও ভর্তি চলমান রয়েছে। কিন্তু বর্তমানে এ ধরনের রোগীরা জটিল অবস্থা নিয়ে হাসপাতালে আসছেন। অ্যাপেন্ডিসাইটিস পেটের মধ্যে ফেটে যাচ্ছে অনেকের। পরবর্তীতে এটি পেরিটোনাইটিস অ্যাপেন্ডিসাইটিসে পরিণত হচ্ছে। দ্রুত চিকিৎসা শুরু না করলে পেরিটোনাইটিস থেকে দীর্ঘমেয়াদি জটিলতা দেখা দিতে পারে। এমনকি রোগীর মৃত্যুও হতে পারে।’