আ.লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। সংসদীয় মনোনয়ন বোর্ডের ধারাবাহিক সভার মাধ্যমে আট বিভাগে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি—তা শুধু ঘোষণার অপেক্ষামাত্র।
সারা দেশে ৩০০ সংসদীয় আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিত ও বয়সের ভারে ন্যুব্জরা। জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন—এমন প্রার্থী কাউকেই বাদ দেওয়া হয়নি। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে হাতেগোনা কিছু ছাড়া বেশিরভাগ প্রার্থীই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে দলীয় প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। গত তিন দিনে আটটি বিভাগের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রায় সম্পন্ন। প্রথম দিন রংপুর ও রাজশাহী, পরদিন শুক্রবার খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকার কিছু অংশের প্রার্থী বাছাই সম্পন্ন হয়। গতকাল শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের নাম চূড়ান্ত করে ক্ষমতাসীন দলটি।
দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমসহ অনেক হাইপ্রোফাইল নেতা রয়েছেন, যাদের আসনে মনোনয়ন পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।