ইউপি নির্বাচনে প্রার্থীর সমর্থককে হত্যা : সাতকানিয়ার আ. লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে আব্দুস শুক্কুর নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আসামি শহিদুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার শহিদুল্লাহ সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ছত্তার চৌধুরীর ছেলে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে নগরীর খুলশী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বাজালিয়া ইউনিয়নে ২০২২ সালের ইউপি নির্বাচনে নৌকার প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে বর্তমান বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে লড়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী। ওই সময় ইউপি নির্বাচনে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুস শুক্কুর নামে তাপস দত্তের এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের প্রধান আসামি করা হয় তৎকালীন বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ চৌধুরীকে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি নুর আহমেদ। তিনি বলেন, সাতকানিয়া থানার হত্যা মামলার আসামি শহিদুল্লাহ চৌধুরীকে আজ সকালে নগরীর খুলশী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।