চট্টগ্রাম

ইয়াবার মামলায় পিকআপ চালকসহ দুজনের ১০ বছর জেল

চট্টগ্রামে মাদক মামলায় ১০ বছর করে কারাদণ্ড হয়েছে দুই মাদক কারবারির। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া এ মামলায় খালাস পেয়েছেন এক আসামি।

রবিবার (২ জুন) পটিয়া থানার একটি মামলায় চট্টগ্রামের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সাইফুল ইসলাম ও মো. জিয়াউর রহমান। খালাসপ্রাপ্ত আসামি হলেন, মো. সরোয়ার।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় ২০১৮ সালের ১৭ আগস্ট পিকআপ ভ্যান থেকে মো. জিয়াউর রহমান থেকে ২ হাজার ও চালক মো. সাইফুল ইসলামের কাছ থেকে মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। সেই ঘটনায় তৎকালীন পটিয়া ক্রসিং হাইওয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (শহর ও যানবাহন) এবিএম মিজানুর রহমান বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে আদালত ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ৭ জনের সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. সাইফুল ইসলাম ও মো. জিয়াউর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সরোয়ার নামে এক আসামিকে খালাস দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *