দেশজুড়ে

ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনায় বরখাস্ত ৩

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জনকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মার্চ) ভোররাত ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ।

তিনি বলেন, ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনায় অসতর্কতার জন্য প্রাথমিকভাবে এ ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের থেকে লিখিত জবাব চাওয়া হবে।

তিনি আরও বলেন, ঈশ্বরদী লোকোমোটিভ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আমরা প্রাথমিকভাবে রেলগেটের কারণে যে যানবাহন চলাচল বন্ধ রেখেছি সেটি ক্লিয়ার করার চেষ্টা করছি। কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ৩-৪ ঘণ্টার মধ্যে মেরামত হয়ে যাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে ১২টা থেকে পাবনার ঈশ্বরদীতে মালবাহী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনা তদন্ত করতে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *