জাতীয়

উপজেলা ভোটে জরুরি সেবা মিলবে ৯৯৯ নম্বরে

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চারটি ধাপে সম্পন্ন করা হবে। প্রতি ধাপে নির্বাচনের পূর্বের দুই দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন নির্বাচনসংক্রান্ত যেকোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৮ মে) সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত নির্বাচনসংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবার চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে দ্বিতীয় ধাপ, ২৯ মে তৃতীয় ধাপ এবং ৫ জুন চতুর্থ ধাপের ভোট হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *