চট্টগ্রামরাঙ্গুনিয়া

এবার হাছান মাহমুদসহ ১১৬ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ১১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক বাসিন্দা।

সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানাকে সরাসরি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন রাঙ্গুনিয়ার ১৩নং ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা। তিনি এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা চাঁদাবাজি, মারধর এবং ডাকাতির মতো গুরুতর অপরাধে জড়িত। মামলার আসামিরা মূলত রাঙ্গুনিয়ার স্থায়ী বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ২ আগস্ট। ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কেবিসি ব্রিকফিল্ড এবং তৎসংলগ্ন বাদীর বসতবাড়ি। বাদীর দাবি অনুযায়ী, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাদীকে মারধর করে, ঘরবাড়ি ভাঙচুর করে এবং স্টীলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা ও তার স্ত্রীর ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বাদীর অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, আসামিরা তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বাদী জানান যে, প্রাণ বাঁচাতে তিনি আসামিদের ১ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য হন। এরপর কোনো রকমে নিজের জীবন রক্ষা করতে সক্ষম হন বলে তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *