এসএসসি: বাঁশখালীতে সেরা চাম্বল উচ্চ বিদ্যালয়
সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বাঁশখালীর কয়েকটি ঐতিহ্যবাহী স্কুলের বিপর্যয় ঘটেছে। এরমধ্যে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বহু অভিভাবক ও স্কুলের প্রাক্তন ছাত্রদের। বাঁশখালীর ২৬টি উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে ফলাফল বিশ্লেষণে ২৬তম স্থানে রয়েছে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় ও ২৫তম স্থানে রয়েছে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।
গত ১২ মে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৬৬ দশমিক ৯১ শতাংশ। মোট ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৯১ জন। জিপিএ-৫ পায়নি কেউ। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৬৬ দশমিক ০১ শতাংশ। মোট ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৬৩ দশমিক ৩৩ শতাংশ। মোট ১২০ জন পরিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৬ জন। জিপিএ-৫ পায়নি কেউ।
পুরো উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে চাম্বল উচ্চ বিদ্যালয়। এই স্কুলের পাসের হার ৯২ শতাংশ। মোট ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ২য় স্থানে রয়েছে নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টির ২৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ২১৪ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন। সবমিলিয়ে স্কুলটির পাশের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে নাটমূড়া-পুকুরিয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাসের হার ৯১ দশমিক ৫৭ শতাংশ। মোট ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাঁশখালীতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ২৬ টি স্কুলের ৪ হাজার ৬০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৩ হাজার ৭০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন। পুরো উপজেলার পাসের হার ৮০ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া এসএসসি ভোকেশনাল শাখা থেকে অংশ নেয় ১৩২ জন পরীক্ষার্থী। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। ভোকেশনালে পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ।