কক্সবাজার থেকে বাণিজ্যিক ট্রেনের যাত্রা শুরু
পর্যটন নগরী খ্যাত কক্সবাজার থেকে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’।
প্রথমবারের মতো কক্সবাজার থেকে ট্রেনে যাত্রা করার সময় খুশির কথা জানিয়েছেন যাত্রীরা।
দুপুরে ট্রেন যাত্রার উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, আজ কক্সবাজারবাসীর জন্য ঐতিহাসিক দিন। বাণিজ্যিক ট্রেন চালু হওয়ায় দেশের নানা প্রান্তের লোকজন স্বল্প খরচে এখন থেকে কক্সবাজার আসতে পারবেন।
এদিকে কক্সবাজার-ঢাকা যাতায়াতকারী ট্রেনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘ট্রেন সার্ভিসে ইয়াবার চালান পাচারের আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে স্টেশনে স্ক্যনার মেশিন বসানো দাবি করেন তিনি।