কক্সবাজার

কক্সবাজারে ‘থার্টি ফার্স্ট নাইটের’ আয়োজনে নিষেধাজ্ঞা

কক্সবাজারে ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠান না করতে নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহিন ইমরান বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে উন্মুক্তস্থানে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দিনের বেলা অনুষ্ঠান আয়োজন করলেও সন্ধ্যা ৬টার মধ্যেই তা শেষ করতে হবে। তবে অনুমতি নিয়ে অভ্যন্তরীণ আয়োজন করা যাবে।

এদিকে থার্টি-ফার্স্ট নাইট ঘিরে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না বলেও জানান তিনি। ওইদিন বন্ধ থাকবে কক্সবাজারের সমস্ত বার। এর ব্যতিক্রম হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

এদিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, থার্টি-ফার্স্ট নাইটে লাখের বেশি পর্যটক কক্সবাজারে ঘুরতে আসবে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্নে করতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *