জাতীয়

কমেছে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে। ব্রয়লার মুরগি আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। তবে মাছের বাজার স্থিতিশীল আছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। যা গত সপ্তাহে একই দামে বিক্রি হয়েছে। সোনালি, সোনালি হাইব্রিড ও লেয়ার মুরগির দামও আগের মতোই আছে। বাজারে সোনালি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০, দেশি মুরগি ৫০০-৫২০ ও লেয়ার ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে তালতলা বাজারের মুরগি বিক্রেতা মামুন বলেন, গত সপ্তাহের দামেই আমরা মুরগি বিক্রি করছি। বেশ কিছুদিন ধরেই মুরগির বাজারে অস্থিরতা বিরাজ করছে। দামের কারণে বিক্রি অনেক কমে গেছে বলেও তিনি জানান।

চলতি সপ্তাহে এসব বাজারে পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজ (পুরাতন) ১২০ টাকা, দেশি পেঁয়াজ (নতুন) ৯০ এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব বাজারে পেঁয়াজ (দেশি) ১৩০ টাকা, নতুন পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি হয়েছে।

তালতলা ডেসকো অফিসের সড়কের সামনে পেঁয়াজ বিক্রেতা আমিনুল বাংলানিউজকে বলেন, গত সপ্তাহে দেশি পুরাতন পেঁয়াজ ১৩০ টাকা, দেশি নতুন পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে।

এসব বাজারে শীতকালীন সবজির দামও কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে গ্রীষ্মকালীন সবজির দাম অপরিবর্তিত আছে।

বাজারগুলোতে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, শিম ৫০-৮০, ফুলকপি ৪০-৫০, বাঁধাকপি ৩০-৫০, পাকা টমেটো (প্রকারভেদে) ৫০-৭০, কাঁচা টমেটো ৪০, কচুরমুখী ১০০ এবং গাজর ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *