চট্টগ্রাম

কালুরঘাটে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নগরীর কালুরঘাট এলাকায় বেতন-ভাতা বকেয়া রাখার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওয়েল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার বিকেলে নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকার সানজিদ টেক্সটাইল মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধির উপস্থিতিতে মালিক পক্ষের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করে ফিরে যান শ্রমিকরা।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেল জুলাই ও আগস্ট মাসের বেতন-ভাতা বকেয়া ছিল শ্রমিকদের। এতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএ’র দায়ীত্বশীল এক কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। মালিক পক্ষও ছিল, মালিকপক্ষ আশ্বাস দিয়েছে যে আগামি ১০ তারিখ জুলাই মাসের বেতন-ভাতা দিয়ে দেওয়া হবে। এর কিছুদিন পর আগস্টের বেতন-ভাতাও বুঝিয়ে দেওয়া হবে। এতে শ্রমিকরা সন্তুষ্ট হয়ে ফিরে গেছেন।

পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, ওরা ১৫ থেকে ২০ মিনিটের মতো ছিল সড়কে। পরে আমরাও গিয়েছি, মালিকপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে ফিরে গেছে শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *