চট্টগ্রাম

কেজিডিসিএল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ, মানববন্ধন

আবাসিক গ্যাস সংযোগ তদন্ত করেতে গিয়ে হামলার শিকারের প্রতিবাদে মানববন্ধন করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেজিডিসিএল কার্যালয়ের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী টেকনিশিয়ান মো. মামুন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গতকাল কেজিডিসিএলের ৩ কর্মকর্তাসহ একটি টিম হালিশহরে মো. আবদুল জলিল নামে এক গ্রাহকের আবাসিক ভবনে তদন্ত করতে যায়। শুরুতেই গ্রাহকের বাড়ির মেইন গেটের বাইরে একটি চা-নাস্তার দোকানে ভিজিল্যান্স টিম দ্বৈত চুলা ও স্টার বার্নারের মাধ্যমে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করে নান রুটিসহ বেকারি ফুড তৈরি করতে দেখতে পান। পরে ভেতরে গিয়ে কোনো গ্যাস সিলিন্ডার না থাকায় সন্দেহ হলে গ্রাহকের কাছে বিলের কপি ও অনলাইন কার্ড দেখতে চান। গ্রাহক কাগজ দেখালেও আমরা আবাসিক বাসায় গিয়ে চুলা দেখতে চাই।’

‘ওই সময় গ্রাহক আমাদের পরিচয় জানতে চাইলে কেজিডিসিএলের আইডি কার্ড দেখানো হলেও গ্রাহক এটিকে ভুয়া বলে আখ্যায়িত করেন। উত্তেজিত হয়ে তর্কবিতর্ক শুরু করে দেন। একপর্যায়ে চিৎকার করে বলেন বাড়িতে ডাকাত ঢুকছে, আওয়ামী লীগ ঢুকছে, ছাত্রলীগ ঢুকছে। এভাবে চিৎকার করে এলাকার লোক জড়ো করে ফেলেন।’-যোগ করেন মামুন।

পরে গ্রাহকের ভাই বাসা থেকে একটা দেশীয় অস্ত্র (রাম দা) নিয়ে বের হয়ে ভিজিল্যান্স টিমের ওপর হামলা করতে শুরু করলে আমি বাধা দিতে গেলে দায়ের কোপ আমার হাতে এসে পরলে গুরুতর আহত হয়। এরপরেও তারা ক্রান্ত না হয়ে অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার মিজান, উপ-ব্যবস্থাপক পলাশ সরকার এবং সহকারী প্রকৌশলী আবু বকর ও আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। পরে আমরা বিনীতভাবে অনুরোধ করলে এক পর্যায়ে আমাদের পুলিশি মামলার ভয় দেখিয়ে আমাদের ছেড়ে দেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *