জাতীয়

কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধের ভাবমূর্তি বেশি ক্ষুণ্ন হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। এজন্য বিগত স্বৈরাচারী ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ (ভাবমূর্তি ক্ষুণ্ন) হয়েছে মুক্তিযুদ্ধের। বিভিন্ন পর্যায় থেকে আমরা বিষয়গুলো দেখব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা একটা সুবিধাবাদী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেহেতু এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।’

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রশ্ন করা হলে এই উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধের তালিকা নিয়েও মন্ত্রণালয়ের সবাই বসে আমরা পরিকল্পনা গ্রহণ করবো। সবাই বসে একটা সিদ্ধান্তে যাব কি কি করতে হবে। আপনারাই সব জানতে পারবেন। সত্যিকার অর্থে অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে। সবাই আমরা ভাবি। পরিকল্পনা ও বাস্তবায়নও যা হবে সবার সামনে হবে। তবে সংস্কার হবে এবং ব্লাস্টিক সংস্কার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *